Adverb: An adverb is a word used to modify any part of speech except noun or pronoun. (J.C. Nesfield)
Classification of Adverb:
i) Adverb of time, ii) Adverb of place, iii) Adverb of manner, iv) Adverb of degree, v) Adverb of reason or purpose, vi) Adverb of affirmation and negation, vii) Intensifiers and viii) Downtoners
i) Adverb of time: কখন, কতক্ষন, বা কতবার কোন কাজ সম্পন্ন হয় তা বোঝাতে Adverb of time ব্যবহার হয়। এ ধরনের Adverb গুলো হলোঃ Now, then, ago, before, always, seldom, often, once, twice, again, today, yesterday, daily, regularly, early etc.
ii) Adverb of place: কাজটি কোথায় হচ্ছে বা কোথায় থেকে হচ্ছে বোঝাতে Adverb of place বসে। এ ধরনের Adverb গুলো হলোঃ here, there, far, near, above, below, inside, outside, locally etc.
iii) Adverb of manner: কীভাবে কোন কাজ সম্পন্ন হয় তা বোঝাতে Adverb of manner ব্যবহার হয়। এ ধরনের Adverb গুলো হলোঃ clearly, closely, correctly, bravely, badly, sadly, softly, steadily, slowly, simply, suddenly, carefully, carelessly, suddenly, easily, quickly, probably, wrongly, fortunately, unfortunately, naturally, wrongly etc.
iv) Adverb of degree: কোন কাজ কতটা বা কি পরিমান সম্পন্ন হয় তা বোঝাতে Adverb of degree ব্যবহার হয়। এ ধরনের Adverb গুলো হলোঃ almost, quite, very, much, fully, partially, completely, strongly, totally, entirely, deeply, half, poorly etc.
v) Adverb of reason or purpose: কোন কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে Adverb of reason or purpose ব্যবহার হয়। এ ধরনের Adverb গুলো হলোঃ hence, therefore, so, so that etc.
vi) Adverb of affirmation and negation: হ্যাঁ – বাচক বা না – বাচক শব্দ Adverb রুপে ব্যবহার হতে পারে। এ ধরনের Adverb গুলো হলোঃ yes, no, never.
vii) Intensifiers: যে Adverb গুলো verb এর কাজের উপর বিশেষ ভাবে জোর দেয়, সেগুলোকে Intensifier বলে। যেমনঃ very, very much, actually, certainly, surely, definitely, really, absolutely, indeed etc.
viii) Downtoners: যে adverb গুলি verb, adjective বা অন্য কোন adverb এর গুরুত্ব কমিয়ে দেয় সেগুলিকে Downtoners বলে। যেমনঃ hardly, barely, scarcely, nearly etc.
Source: Applied English Grammar and Composition by P. C. Das